কক্সবাজারের নাজিররারটেকে এশিয়া মহাদেশের বৃহত্তম শুটকিপল্লী এলাকায় শিশুশ্রম নিরসন বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভার আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কক্সবাজার এবং জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা "পপি"।'এডুকো বাংলাদেশ' এর সহায়তায় ০৭/০৩/২০২৪ তারিখ,বৃহস্পতিবার, কক্সবাজারের ১ নং ওয়ার্ড পৌরসভার সমিতি পাড়ায় এ সভার আয়োজন করা হয়।সভায় স্থানীয় নেতৃবৃন্দ,শুটকিপল্লীর আড়ৎদার,শ্রমিক ও গণমাধ্যম কর্মীরা ও অংশ নেন। সভার আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং 'পপি-এডুকো', কক্সবাজার এর কর্মকর্তারা উক্ত পৌরসভার মোস্তাকপাড়া ও কুতুবদিয়া পাড়ায় পৃথক দুটি ব্রিজ স্কুল পরিদর্শন করেন।স্কুলে অধ্যয়নরত ১৫০ জন শিক্ষার্থীর সাথে কুশল বিনিময়ের পাশাপাশি নাজিরারটেক শুটকিমহলের আড়ৎদারের শিশুদের অধিকার বাস্তবায়ন,শিশুসুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুশ্রমের কুফল সম্পর্কে পরামর্শ দেন কর্মককর্তারা। এ সময় যৌথ পরিদর্শনে বেশ কয়েকজন শিশুকে শুটকি প্রক্রিয়াজাতকরণের মত ঝুঁকিপূর্ণ সেক্টরের শ্রম হতে নিরসন করা হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
উপমহাপরিদর্শকের কার্যালয়, কক্সবাজার
আবেদীনস (জলিল চত্ত্বর,পুলিশ সুপার বাসভবনের পাশে), ৩৫২, নিউ সার্কিট হাউজ রোড, ওয়ার্ড-১০, মধ্যম বাহারছড়া, কক্সবাজার
মোবাইল : +৮৮০১৯১৩-৭৬৯৯১৪, ফোন: +৮৮০২৩৩৩৩৪৭০৫২, শ্রমিক হেল্পলাইন : ১৬৩৫৭ (টোল ফ্রি), ই-মেইল : difecoxsbazar@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস