Wellcome to National Portal

🔹 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, কক্সবাজারের সাথে যোগাযোগের ঠিকানা আবেদীনস(জলিল চত্ত্বর,পুলিশ সুপার বাসভবনের পাশে), ৩৫২, নিউ সার্কিট হাউজ রোড, ওয়ার্ড-১০, মধ্যম বাহারছড়া, কক্সবাজার, মোবাইল : ০১৭১৭১৭৮৩৯৭, শ্রমিক হেল্পলাইন : ১৬৩৫৭ (টোল ফ্রি), ই-মেইল : difecoxsbazar@gmail.com      🔹 বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা, বকেয়া মজুরী, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, সরকার ঘোষিত নিম্নতম মজুরী, প্রসূতি কল্যাণ সুবিধা, দৈনিক কর্মঘন্টা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, বিভিন্ন প্রকারের ছুটি, বিধিবর্হিভূত শ্রমিক ছাঁটাই/টার্মিনেশন/বরখাস্তসহ চাকুরি সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি অথবা অধিদপ্তরের শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে কল করে জানানো যায়। কর্মক্ষেত্রে যেকোন সহিংসতা/অপ্রীতিকর ঘটনার অভিযোগ ছাড়াও শ্রম সম্পর্কিত যেকোন তথ্য জানতে কিংবা পরামর্শ নিতে ১৬৩৫৭ (টোল ফ্রি) হেল্প লাইনের সহায়তা নেওয়া যায়। অনুরোধে তথ্য প্রদানকারীর/অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, কক্সবাজারে স্বাগতম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর বিধান অনুযায়ী শ্রমিকদের কল্যাণ, পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থাসমূহ বাস্তবায়নসহ শ্রম ক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে মালিক, শ্রমিক, সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ের কাজ করে যাচ্ছে।  


ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে এ অধিদপ্তরের প্রধান কার্যালয়। দেশব্যাপী ৩১টি জেলায় অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় রয়েছে। উপমহাপরিদর্শকের কার্যালয়, কক্সবাজারের অধিক্ষেত্র জেলার সমগ্র এলাকা। সাংগঠনিক কাঠামো (Organogram) অনুযায়ী অত্র কার্যালয়ে ৯ জন কর্মকর্তা এবং ৫ জন কর্মচারীর মোট ১৪ টি পদ রয়েছে। উপমহাপরিদর্শকের কার্যালয়, কক্সবাজারের ঠিকানা আবেদীনস, ৩৫২, নিউ সার্কিট হাউজ রোড, ওয়ার্ড-১০, মধ্যম বাহারছড়া, কক্সবাজার।


অধিদপ্তরের ভিশন ও মিশন

🔹 ভিশন

◉ নিরাপদ কর্মস্থল, শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের জন্য উন্নত জীবনমান।


🔹 মিশন

◉ "কল-কারখানা ও শিল্প-প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ সৃজন,শিল্প সম্পর্ক উন্নয়ন, শিশুশ্রম নিরসন এবং কর্মকম কর্মসংস্থান প্রত্যাশী জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে শ্রমজীবি মানুষের জীবনমান উন্নয়ন।

খবর

“নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

উপমহাপরিদর্শকের কার্যালয়, কক্সবাজার

আবেদীনস(জলিল চত্ত্বর,পুলিশ সুপার বাসভবনের পাশে), ৩৫২, নিউ সার্কিট হাউজ রোড, ওয়ার্ড-১০, মধ্যম বাহারছড়া, কক্সবাজার

মোবাইল : ০১৭১৭১৭৮৩৯৭, শ্রমিক হেল্পলাইন : ১৬৩৫৭ (টোল ফ্রি), ই-মেইল : difecoxsbazar@gmail.com